Warning: Creating default object from empty value in /home/jatioart/public_html/wp-content/themes/NewsFreash/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে ঘিরে নেতাকর্মীর মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস – দৈনিক জাতীয় অর্থনীতি
  1. bdweb24@gmail.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে ঘিরে নেতাকর্মীর মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস

সুমন কাজী
  • আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৭ বার দেখা হয়েছে

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি : মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে ঘিরে নেতাকর্মীর মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ও উদ্দীপনা সকলের নজর কেড়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্পটে দিনভর দফায় দফায় আনন্দ মিছিল ও দোয়া মিলাদ অব্যাহত আছে।তন্মধ্যে বড় মিছিলটি হয়েছে আজ রবিবার। বিকেল ৫ টায় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে সহাস্রাদিক নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়।মিছিলটি উপজেলা অডিটোরিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।এদিকে মাজার যিয়ারতের মাধ্যমে নতুন কমিটি তাদের আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন।এর অংশ হিসেবে তাঁরা গত শুক্রবার জুম্মার নামাজ শেষে মরহুম ইয়ার উদ্দীন খলিফা(রাঃ)এর মাজার যিয়ারত করেন।এ সময় সেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত-শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।যিয়ারত শেষে তাঁরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী মোঃ আতাহার উদ্দীন আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন জুয়েল বেপারী, সাবেক সফল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদারের সাথে আলাদা আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সকল ধরনের সহোযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য,গত ১০ ফেব্রুঃ বুধবার বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ খাইরুল আলম শাহীন সরদার কে সভাপতি ও মোঃ ইমরান হাওলাদার কে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি