1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

 মোহাম্মদ বিন সালমানের সাথে লিন্ডসের সম্পর্ক শুধুই ‘প্লেটনিক’!

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের ‘প্লেটনিক ও শ্রদ্ধাপূর্ণ’ সম্পর্ক।  জানিয়েছেন লিন্ডসের বাবা মাইকেল লোহান। তার কথা, এই সম্পর্কে কোনো কামনা–বাসনা নেই। তারা শুধুই বন্ধু। লিন্ডসে লোহানের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে প্রকাশিত জল্পনামূলক খবরের পরিপ্রেক্ষিতে এই কথা বলেন মাইকেল লোহান। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট।

খবর বেরিয়েছে ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহানকে মোহাম্মদ বিন সালমান ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন। যদিও গত আগস্টে লিন্ডসে লোহানের এক মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে দাবি করেন মার্কিন তারকার সঙ্গে সৌদি যুবরাজের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। আর তাঁদের মধ্যে কোনো ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি।

এরই মধ্যে লিন্ডসে লোহানের বাবা মাইকেল লোহান এ বিষয়ে মুখ খুললেন। তার দাবি মধ্যপ্রাচ্যে লিন্ডসে লোহানের এমন আরও বন্ধু আছে। বলেন, তারা শুধুই বন্ধু (জাস্ট ফ্রেন্ড)। মধ্যপ্রাচ্যে লিন্ডসে লোহানের অনেক ক্ষমতাধর বন্ধু রয়েছে। সে সেখানে কাজ করে, যাওয়া-আসা করে। সেই সুবাদে লিন্ডসে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন।

সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদি যুবরাজের সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাইকেল লোহান বলেন, এখন পর্যন্ত কোনো কিছুই প্রমাণিত হয়নি। যদিও এর আড়ে এ বিষয়ে লিন্ডসে লোহান বলেছেন, মোহাম্মদ বিন সালমান একজন ভালো মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি