1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জকে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া প্রায় কাছাকাছি চলে এসেছে। কারণ যুক্তরাজ্যের একটি আদালত তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন। বুধবার (২০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার জন্য লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত বুধবার আনুষ্ঠানিকভাবে একটি আদেশের জারি করেছে। ফলে ১০ বছরেরও বেশি সময় আগে গোপনীয় তথ্য প্রকাশের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখোমুখি হতে হবে তাকে।

জানা গেছে, আদালতের এই আদেশ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে পাঠানো হবে। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর ক্ষেত্রে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ধারণা করা হচ্ছে আদালতের এই আদেশের ফলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরানো সহজ হবে। সেটি হলে তাকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে হবে। তবে এখনো তার আইনগত প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। প্যাটেলের কাছে আবেদনের জন্য এখনো চার সপ্তাহ হাতে রয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীর। তাছাড়া প্যাটেলও যদি হস্তান্তরে অনুমোদন দেন। তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যাবে। এরপর আদালত সেটি যাচাই-বাছাই করবেন।

গত মাসে সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল খারিজ করে দেওয়ার এই সংক্ষিপ্ত শুনানি অনুষ্ঠিত হলো। সাত মিনিটের শুনানি শেষে প্রত্যর্পণের আদেশ জারি করেন চিফ ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি