1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

রামগড় স্থলবন্দর পরিদর্শনে বিজিবি’র মহাপরিচালক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

সাইফুল ইসলাম ‘রামগড়:
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে ২২ মার্চ (শুক্রবার) বিকেলে স্থলবন্দর আন্তর্জাতিক প‍্যাসেঞ্জার টার্মিনাল ও আইসিপি পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’)র মহাপরিচালক’মেজর জেনারেল মো.আশ্রাফুজ্জামান সিদ্দিকী।
এসময় তিনি ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় স্থল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু পরিদর্শন করেন। আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন’ বিজিবি ‘র মহাপরিচালক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংক্ষিপ্ত এক বিফিংয়ে তিনি জানান সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতই কাজ করে আসছে বিজিবি’ পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। স্থলবন্দর’কে কেন্দ্র করে রামগড় সীমান্ত সুরক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।স্থলবন্দর চালু হলে পার্বত্যাঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। বাংলাদেশ ও ভারত দুই দেশের অর্থনীতিতে আরও গতিশীলতা আসবে। স্থলবন্দর পরিদর্শন শেষে বিজিবি’র মহাপরিচালক মুক্তিযুদ্ধে শহীদ বিজিবি’র সদস্যদের প্রতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ‘ এর পর রামগড় ৪৩ বিজিবি জোনের পক্ষ থেকে জোন এলাকায় অসহায় হতদরিদ্র ২৫০ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।মহাপরিচালক এর সফর সঙ্গী হিসেবে ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান, এছাড়াও খাগড়াছড়ি গুইমারার সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, রামগড় ৪৩ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেনসহ গুইমারা সেক্টরের বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি