1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

রাশিয়ার চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। তবে কোথায় এই হামলা হয়েছে, তা জানানো হয়নি।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, আগস্টের শেষ শনিবারটি প্রথাগতভাবে ইউক্রেনের বেসামরিক নাগরিক ও উড্ডয়ন খাত সংশ্লিষ্ট সামরিক কর্মীরা ছুটি হিসেবে উদযাপন করেন।

তিনি বলেন, এ বছর ইউক্রেনে ইউক্রেনীয় সামরিক বাহিনীর নতুন পর্যায়ের উড্ডয়ন দেখা যাবে। আমাদের আকাশে এফ-সিক্সটিন (জঙ্গিবিমান) আবির্ভূত হবে। খবর রয়টার্সের
এ ছাড়া জেলেনস্কি ঝিতোমির অঞ্চলের আকাশে নিহত তিন বৈমানিককে স্মরণ করেন। নিহতদের অন্যতম ছিলেন আন্দ্রেই পিলশ্চিকভ। প্রেসিডেন্ট জানান, তার কল সাইন ছিল জ্যুস। তিনি ছিলেন একজন ইউক্রেনীয় কর্মকর্তা, তিনি ছিলেন এমন একজন যিনি আমাদের দেশকে অনেক সহায়তা করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, এখনো বৈমানিকরা কীভাবে মারা গেলেন, সে বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।
রুশ বাহিনী উত্তর-পূর্বাঞ্চলের শহর কুপিয়ানস্কের কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ শহরতলী পোদোলির একটি ক্যাফের ওপর শেলবর্ষণ করেছে। শনিবারের এই হামলায় ২ বেসামরিক ব্যক্তি নিহত ও ১ জন আহত হন।
এসব হামলায় আশঙ্কা দেখা দিচ্ছে যে, রাশিয়া হয়তোবা উত্তর-পূর্বাঞ্চলের ফ্রন্টলাইনের শহরগুলোর দখল ফিরে পাওয়ার চেষ্টা চালাতে পারে। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, এসব অঞ্চলে যুদ্ধের তীব্রতা বেড়েছে তবে রাশিয়া এখনো তাদের প্রতিরক্ষাব্যুহ ভেদ করতে পারেনি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেন সংক্রান্ত দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, এ অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য লক্ষ্য হতে পারে, পশ্চিম দিকে অসকিল নদীর দিকে অগ্রসর হওয়া এবং লুহানস্ক ওবলাস্টের চারপাশ ঘিরে একটি বাফার জোন তৈরি করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি