1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

শাহরুখের ‘মান্নাত’-এর নামফলক বদল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ডে অবস্থিত সাদা বাড়িটাকে দেখতে দেশ-বিদেশ থেকে লোক আসেন। মুম্বাই শহরের অন্যতম দর্শনীয় স্থান বলাই যায়। কারণ সে শহরের অটোচালকেরা পর্যটক বুঝতে পারলে সে বাড়ির দর্শন করার জন্য বলবেনই। বাড়ির নাম ‘মান্নাত’। বাড়ির মালিক শাহরুখ খান। বলিউডের বাদশার স্বপ্নের মহল। দলে দলে অনুরাগীরা যান, ‘মান্নাত’-এর সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। এ বার হঠাৎই বদলে গেল মান্নাত-র নামফলক। মরচে ধরা লোহার গেটের একপাশে ছিল স্বর্ণাক্ষরে নামাঙ্কিত শাহরুখের বাড়ির নামফলক। অনুরাগীরা ‘মান্নাত’-এর সামনে গিয়ে তাজ্জব! উধাও লোহার গেট, বদলে গেল স্বর্ণাক্ষরে নামাঙ্কিত নামফলকও। সেই জায়গা নিল ‘ডায়মন্ড নামফলক’।
বাদশার বাড়ি বলে কথা, হিরার ফলক তো থাকতেই পারে!

বেশ কয়েক মাস একদল ভক্ত ‘মান্নাত’-এর সামনে গিয়ে দেখেন বাড়ির নামফলক উধাও! তার বদলে নতুন একটি নামফলক লাগানো হয়েছে বাংলোর দরজায়। সেটিকে ফ্রেমে রেখে ছবি তোলার ধুম পড়ে গিয়েছিল তখনই। কিন্তু এত বছরে নামফলকহীন শাহরুখের বাড়ি কখনও দেখেননি কেউ-ই। শুরু হয় জল্পনা। পরে জানা যায়, নামফলকের অন্তর্ধান রহস্য। ‘মান্নাত’-এর বাগানেই নাকি পড়ে রয়েছে ২৫ লক্ষ টাকার সেই ফলক। সেটির সংরক্ষণের কাজ চলছিল। অবশেষে দেখা গেল এই ‘হিরা’র ফলক। স্বর্ণাক্ষরে লেখা নামফলকের পরিবর্তে এসেছে এই নতুন ফলক, যার ঔজ্জ্বল্য একেবারে হিরার মতো। তার কারণ হচ্ছে গোটা নামফলকটাই এলইডি প্লেটের উপর তৈরি, যার উপর বড় হরফে লেখা ‘মান্নাত’। শুধু তাই নয়, অভিনেতা বাড়ির মরচে পড়া ফটক বদলে এসেছে নতুন দরজাও। যার সামনে দাঁড়িয়ে শাহরুখের বিখ্যাত পোজে দেদার ছবি তুলছেন ভক্তরা।
বেশ কয়েক বছর বাদে ফের রুপালি পর্দায় দেখা যাবে শাহরুখকে। নতুন বছরে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এখন সেই অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ অনুরাগীরা। তবে ‘পাঠান’ ছাড়াও পর পর বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে এসআরকে-র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি