শ্রীলংকার অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বাজে সময় যাচ্ছে দেশটির। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সব সূচকে দেশটি এখন ডুবে গেছে। জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতটা দুরাবস্থায় পড়েনি দেশটি। এমন কঠিন সময়ে নিজ দেশের কথা ভাবছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
শ্রীলংকার বর্তমান নানা সংকট নিয়ে জ্যাকুলিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নিজ দেশ শ্রীলংকা এই মুহূর্তে কঠিন সময় পার করছে। আমার দেশকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে দেখে নিজেকেও কঠিন লাগছে।
কাজের সুবাদে মুম্বাইতে থাকা শ্রীলংকার নাগরিক জ্যাকুলিন আরও লিখেছেন, ‘আমার দেশ ও দেশের মানুষদের বলতে চাই, এই পরিস্থিতি শিগগিরই শেষ হবে। বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক রকম মতামত পাচ্ছি। আমি বলতে চাই, কোনো কিছু নিয়ে বিচার করার সময় এখন নয়। সবার সহমর্মিতা ও সমর্থন প্রয়োজন।
জ্যাকুলিন ২০০৬ সালে ‘মিস ইউনিভার্স শ্রীলংকা’ হয়েছিলেন। কিছুদিন সাংবাদিকতাও করেন তিনি। ২০০৯ সালে মডেলিং ও সিনেমায় কাজের স্বপ্ন নিয়ে মুম্বাইতে আসেন জ্যাকুলিন। এরপর ধীরে ধীরে মুম্বাইতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন জ্যাকুলিন।