1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। আজ বৃহস্পতিবার পুনঃনির্ধারিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও হানা দেয় বৃষ্টি। যে কারণে ৫০ ওভারের ম‌্যাচ নেমে আসে ৩০ ওভারে। কার্টেল ওভারে অনুষ্ঠিত সেই ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
কলম্বোতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ওয়ানডেতে আগে ব‌্যাট করে শ্রীলঙ্কা নারী দল ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাব দিতে নেমে ১২৮ রানে থামে বাঘিনীদের ইনিংস। ফলে সিরিজে ১-০ ব্যধানে এগিয়ে গেল লঙ্কানরা।
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার জয়ের নায়ক অধিনায়ক চামারি আত্তাপাত্তু। ওপেনিংয়ে নেমে এই ব্যাটার ৬০ বলে ৬৪ রান করেন। তিনে নামা হারশিথা সামারাবিক্রমা করেন ৪৮ বলে ৪৫ রান। শেষ দিকে আনুশকা সানজিয়ানির ১২ ও কাশিভা দিলহারার ২৫ রানে ভর করে স্বাগতিক দল লড়াকু পুঁজি পায়। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আক্তার, রিতু মনি এবং ফাহিমা খাতুন।
জবাব দিতে নেমে টপঅর্ডার তিন ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেনি। মুর্শিদা খাতুন ১৬, শামীমা সুলতানা ৫, সোবহানা মুস্তারি ফেরেন মাত্র ১১ রানে। এরপর ফারজানা হককে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর ফারজানাও ৪৬ বলে ২৪ করে বিদায় নেন। ৫১ বলে ৩৭ করে আউট জ্যোতিও। শেষ দিকে কোনো ব্যাটারই বলার মতো পারফর্ম করতে পারেননি। ফলে ৫৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন।
আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এরপর আগামী ৯, ১১ ও ১২ মে দুই দল তিন টি২০ ম‌্যাচে মোকাবিলা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি