মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রামে নগরীর সাগরিকা জেলে পাড়ায় অবস্থানরত সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদ কার্ড হাতে মেহেদি রাঙিয়ে ও চকলেট বিলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে অন্যতম সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক।২৬ মার্চ রোজ বুধবার সকালে চট্টগ্রামের নগরীর জেলে পাড়া এলাকায় অন্তত ৪০ জন সুবিধাবঞ্চিত ও পথশিশুর হাতে মেহেদি রাঙিয়ে দেই।
বুধবার নগরীর সাগরিকা জেলেপাড়স্থ একটি মাঠে সুশৃঙ্খলভাবে বসে সুবিধাবঞ্চিত ও পথশিশুরা। সেই শিশুদের দুই হাতে স্বেচ্ছাসেবী তরুণীরা মেহেদির রঙে রাঙিয়ে দেয় নানান কারুকার্জে।এক পথশিশু আনন্দমাখা অশ্রুসিক্তে বলেন, আপুরা হাতে মেহেদি দিয়েছে আমাকে।আমি অনেক খুশি , সবার মতো আমিও ঈদের দিন মেহেদি হাতে নতুন জামা পড়ে ঘুরতে পারবো।সামাজিক সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ডাঃ মেজবাহ উদ্দিন তুহিন বলেন , ঈদে আমরা সবাই যার যার বাড়ি যাই, একসাথে আনন্দ করি। এই বাচ্চাদের হাতে মেহেদি রাঙিয়ে দেওয়ার কেউ থাকে না। আমরা চাই ইদের আনন্দ তাদের মাঝে ভাগ করে নিতে। অন্যদিকে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা জানান, মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক শুধু ব্লাড সম্পর্কিত কাজের মধ্যে সীমাবদ্ধ নই, সমাজের মানুষের প্রয়োজনে বিভিন্ন সেবামূলক কাজে নিয়মিত পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
তাছাড়া গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এর সৌজন্যে তাদের প্রত্যেককে একটি করে ঈদ কার্ড ও সাথে চকলেট বিতরণ করা হয়।