1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

সরকারী ব্যবস্থাপনায় গত ৬ দিনে গোপালগঞ্জের আলোচিত সাভানা পার্কে আয় হয়েছে চার লাখ ২ হাজার টাকা যাহা আগের চেয়ে বেশি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

গোলাম রব্বানী: আদালতের নির্দেশনায় সরকারী ব্যবস্থাপনায় পরিচালিত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ ও ক্রোককৃত গোপালগঞ্জের আলোচিত সাভানা ইকো রিসোর্ট এ্যান্ড ন্যাচারাল গত ৬ পার্কে দিনে আয় হয়েছে চার লাখ ২ হাজার টাকা।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও দুর্নীতি দমন কমিশন (দুদকের) গোপালগঞ্জের উপ-পরিচালক মো, মশিউর রহমান।
কমিটির সদস্য সচিব ও দুর্নীতি দমন কমিশন (দুদকের) গোপালগঞ্জের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানিয়েছেন, আদালতের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি দমন কমিশন কতৃক জব্দ ও ক্রোককৃত গোপালগঞ্জের আলোচিত সাভানা ইকো রিসোর্ট এ্যান্ড ন্যাচারাল পার্কটিতে গত ১৪ জুন থেকে ২০জুন পর্যন্ত এই ৬দিনে চার লাখ দুই হাজার টাকা আয় হয়েছে।
এরপর মধ্যে দশ হাজার ৮৪জন দর্শনার্থীর গেট ফি বাবাদ ১০ হাজার ৮৪ টাকা, আম ও কলা বিক্রি থেকে আয় ৬৮ হাজার ২১৬ টাকা ও খাবার, কাশফুল বিক্রি এবং রাইড ফিছাড়াও অন্যান্য থেকে গত ৬দিনে মোট আয় হয়েছে চার লাখ দুই হাজার টাকা। পার্কের সমুদয় আয়ের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে বলেও জানান মশিউর রহমান।
দুর্নীতিদমন কমিশনের করা মামলায় ঢাকার স্পেশাল জজের নির্দেশেনার পরিপ্রেক্ষিতে বেনজীর মালিকাণাধীন গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের যাবতীয় সম্পদ জব্দসহ ক্রোক করা হয়েছে।
পরে, আদালতের নির্দেশনায় দুর্নীতি দমন কমিশন কতৃক ব্যবস্থাপনা কমিটির তত্বাবধায়নে গত ১৪ জুন সকাল ৮টা থেকে সর্বসাধারণের পার্কটি খুলে দেয় হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি