গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটে হীরু মুন্সীর দোকানের সামনে জাতীয় মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু আফিন (৪) নিহত হয়েছে।
সোমবার ৩ মে সকাল ১০ টা ৪০ মিনিটে জাতীয় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু আফিন( ৪) ধাপেরহাটের গোবিন্দপুর গ্রামের বেলাল হোসেনের তিন সন্তানের মধ্যে সব ছোট সন্তান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, নিহত শিশু আফিন (৪)তার বাবা সঙ্গে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্য ধাপেরহাটে আসে।ধাপেরহাটে এসে তার বাবা ছেলেকে নিয়ে মোটরসাইকেল মেকারের সাগরের দোকানে অবস্হান করছিলেন। এসময় মেকার সাগর তার কর্মচারীকে সড়কের অন্য প্রান্ত থেকে খরচ আনতে বলে। কর্মচারী অপর প্রান্তে খরচ নিয়ে আসতে গেলে শিশু আফিন কর্মচারীর পিছনে দৌড়ে চলে যায় এবং চলন্ত বাসের সামনে ধাক্কা লেগে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আল্লাহ মহান নামে ঘাতক বাসটি শিশুটি পিষ্ট করে পালিয়ে যায়। বাসগাড়িটি যাত্রী নিয়ে ডিমলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বলে মটর শ্রমিক সূত্রে জানা যায়।
এদিকে শিশুটির অকাল মৃত্যুে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।ঘটনার সত্যতা নিশ্চিত করেন,ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাবলু প্রামানিক ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।