1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

সালমান খানের সঙ্গে আমাকে নিয়ে ছড়ানো খবরটি ভুয়া : শোয়েব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের প্রথম আসরে খেলেছিলেন পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতার। যার ফলে বলিউডের কিং খানখ্যাত শাহরুখ খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে তার। শুধু শাহরুখই নয়, ভারতের বিভিন্ন টিভি অনুষ্ঠানের মাধ্যমে আরেক খান, সালমান খানের সঙ্গেও সখ্যতা রয়েছে শোয়েবের।

সম্প্রতি ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট স্পোর্টসকিড়াকে দেয়া এক সাক্ষাৎকারে দুই খানের সঙ্গে মধুর সম্পর্কের কথা জানিয়েছেন শোয়েব। সালমান ও শাহরুখের কাছ থেকে ছোট ভাইয়ের মতো আদর-যত্ন পেয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যা বরাবরই উদ্বেলিত করে তাকে।

শোয়েব বলেছেন, ‘বোম্বের (মুম্বাই) মানুষের সঙ্গে কথাবার্তা বলে আমার খুব ভালো লেগেছে। সালমান এবং শাহরুখ খান ঠিক ছোট ভাইয়ের মতো যত্ন নিয়েছে আমার। আমি যখনই তাদের পরিবারের সঙ্গে, তাদের আড্ডায় ছিলাম, তারা নিশ্চিত করেছে যে আমি যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারি।’

তবে এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিড়ম্বনায়ও পড়তে হয়েছিল শোয়েবকে। তাও কি না ভুয়া একটি খবর ছড়ানোর কারণে। দীর্ঘদিন পর সেই ভুয়া খবরটি সম্পর্কে কথা বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত এ পেসার। যেখানে পুরো ঘটনাটিই পরিষ্কার করে দিয়েছেন শোয়েব।

খবর বেরিয়েছিল, সালমান খানের সঙ্গে খালি গায়ে বান্দ্রার রাস্তায় দৌড়েছেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। এ খবরটি পুরোপুরি ভুয়া বলেই দাবি করছেন শোয়েব। সালমানের কাছ থেকে তিনি একটি শার্ট উপহার পেয়েছিলেন। সেই খবরটিই ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলে জানালেন শোয়েব আখতার।

পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বলেছেন, ‘আমরা সালমানের বাড়িতে ছিলাম। আমি, সালমান এবং ক্যাটরিনা (কাইফ)। ফেরার আগে সালমান আমাকে খাবার খেয়ে যেতে বলছিল। তো এরপর সালমান তো সালমানই, সে কোনোকিছু খালি দেখতে পারে না। আপনার হাত খালি দেখলে একটি ঘড়ি দেবে, পার্টিতে শার্ট নষ্ট হলে শার্ট দেবে।’

‘সেদিনও তেমনিভাবে আমাকে একটি শার্ট দিয়েছিল। আমাদের দুজনের সাইজ একই ছিল এবং আমরা তার বাড়িতেই ছিলাম। এরপর আমরা খেলাম এবং বাকি সব শেষ করে আমি লাহোরে ফিরে যাই। পরদিন সকালে উঠে খবরে দেখলাম, সালমান খান এবং শোয়েব আখতার খালি গায়ে বান্দ্রায় দৌড়েছে।’

এই খবর দেখে শাহরুখ খানও ফোন করেছিলেন শোয়েবকে, ‘এমনকি শাহরুখ খান পর্যন্ত আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল, আমরা এমন কিছু করেছি কি না। আমি তখন তাকে সব বললাম যে, আমরা বাসায়ই ছিলাম এবং আমার শার্ট ময়লা হওয়ায় সে (সালমান) আমাকে একটি শার্ট দিয়েছে।’

‘কিন্তু কাউকে কিছু বোঝানোর আগেই পুরো পাকিস্তানে খবরটি ছড়িয়ে পড়ে। অথচ পুরো খবরটিই ভুয়া। এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে আমরা খালি গায়ে দৌড়েছি বা এমন কিছু করেছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি