1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

সৈয়দপুর প্রেস ক্লাবের নির্বাচনে রতন সভাপতি, জিকরুল সম্পাদক নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪

মোঃ মাইনুল হক স্টাফ রিপোর্টারঃ টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রায় ৪ বছর পর নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি আবু বিন আজাদ রতন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ’র প্রতিনিধি জিকরুল হক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বেলা ৩ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৮ পদে ১৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করেন। বাকী তিনটি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩ প্রার্থী নির্বাচিত হন। এ নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচন পরিচালনা করেন সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সহকারী প্রিজাইডিং অফিসার সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের প্রদর্শক মোঃ আব্দুল আজিজ। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু বিন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় টিভি’র নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে জিকরুল হক ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিন’র প্রতিনিধি এমএ করিম মিস্টার ভোট পেয়েছেন ১১টি। সহ-সাধারণ পদে ২০ ভোট পেয়ে দৈনিক খবরপত্র’র প্রতিনিধি আনোয়ার হোসেন প্রামাণিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের দর্পন’র প্রতিনিধি ওবায়দুল ইসলাম পেয়েছেন ৮ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে জয় পেয়েছেন দৈনিক উত্তর বাংলা’র প্রতিনিধি হীরা শর্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নীলফামারী বার্তা’র প্রতিনিধি এম ওমর ফারুক পেয়েছেন ৯ ভোট। কার্যকরী কমিটির নির্বাহী সদস্য’র চারটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক সংবাদ’র প্রতিনিধি কাজী জাহিদ, সাপ্তাহিক নীলফামারী চিত্র’র সম্পাদক মকসুদ আলম, নাগরিক টিভি’র নীলফামারী জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম ও দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি নজরুল ইসলাম। এর আগে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি নজির হোসেন নজু, অর্থ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি গোপাল চন্দ্র রায় ও দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বার্তা’র প্রতিনিধি মিজানুর রহমান মিলন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি