1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

স্মৃতি ইরানিকে লোকসভায় ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

বিজেপির মহিলা সাংসদরা বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে রাহুল গান্ধীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

তাদের অভিযোগ যে কংগ্রেস নেতা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির প্রতি ‘অনুপযুক্ত অঙ্গভঙ্গি’ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস নারী সাংসদরা তাদের অভিযোগে বলেছেন, ‘উক্ত সদস্য (গান্ধী) অশালীন আচরণ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি যখন লোকসভার কক্ষে ছিলেন এবং বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় ওই সদস্য (রাহুল গান্ধী) তার প্রতি অনুপযুক্ত অঙ্গভঙ্গি করেন।’

বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে মণিপুর হিংসা নিয়ে সুর চড়ান রাহুল। মণিপুরের চরম নৃশংসতার কথা তুলে ধরছিলেন রাহুল। প্রধানমন্ত্রীর নীরবতা এবং তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন একের পর এক। বিজেপি-র মেরুকরণের রাজনীতির দরুণ মণিপুরের মাটিতে ভারতমাতার হত্যা হয়েছে বলেও মন্তব্য করেন রাহুল।

রাহুলের সেই বক্তৃতা শেষ হওয়ার পরই তাঁর বিরুদ্ধে লোকসভায় ‘ফ্লাইং কিস’ ছোড়ার অভিযোগ তোলেন স্মৃতি।

অভিযোগে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে, রেলমন্ত্রী দর্শনা বিক্রম জার্দোশ, সাংসদ দেবশ্রী চৌধুরী। তার মধ্যে করন্দলাজে বলেছেন যে, ‘স্মৃতি ইরানি এবং সমস্ত নারী সদস্যদের প্রতি রাহুল গান্ধী উড়ন্ত চুম্বন দেওয়ার পরে সংসদ কক্ষ ছেড়ে চলে যান। এটি একজন সদস্যের অনুপযুক্ত এবং অশালীন আচরণ।’ এই ঘটনায় বিজেপির নারী সাংসদরা গান্ধীর বিরুদ্ধে ‘কঠোর শাস্তি’র দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে তার (রাহুল গান্ধী) আচরণ ‘নারীদের মর্যাদাকে অপমান করেছে এবং লোকসভার কক্ষকে অসম্মানিত করেছে।’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি