1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

‘৭১ বছর বয়সে টিকা নিয়ে খুবই সুস্থ আছি’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউট এর প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা যে টিকা নিচ্ছি সেটা শতভাগ নিরাপদ। আগে নিরাপদ টিকা বাজারে আসতে অনেক বছর সময় লাগতো কিন্তু এখন আধুনিক প্রযুক্তির কারণে অল্প সময়ে নিরাপদ টিকা আমরা পেয়েছি।
চলমান টিকাদান কর্মসূচি এবং নিজের টিকা নেয়ার অভিজ্ঞতার বিভিন্ন দিক নিয়ে বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেছেন তিনি। পাঠকদের জন্য ডা. সামন্ত লাল সেনের সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের নিজস্ব প্রতিবেদক জুয়েল খান।
ডা. সামন্ত লাল সেন বলেন, গতকাল আমি টিকা নিয়েছি। টিকা নিয়ে অনেক চাঙ্গা আছি এবং আমার শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আমি টিকা নিয়েছিলাম সকালে এবং তারপর অফিসের কাজ করে যথারীতি বাসায় ফিরেছি। তবে অন্যান্য দিনের তুলনায় গতকালের বাসায় ফেরার মধ্যে এক ধরনের নিরাপদ বোধ করছিলাম। ৭১ বছর বয়সেও টিকা নিয়ে আমি স্বাভাবিক আছি। টিকা নেয়ার সময় আমি একটুও কষ্ট টের পাইনি। তাহলে তুরুণদের তো টিকা নিলে আরও ভালো লাগবে।

তিনি বলেন, এই টিকা যে কতোটা নিরাপদ সেটা না নিলে বোঝা যাবে না। আমি নিজে টিকা নিয়েছি এবং পরিচিতজনদের টিকা নেয়ার জন্য অনুরোধ করছি। কারণ নিজে টিকা নিয়ে অন্যকে টিকা নেয়ার জন্য উৎসাহিত করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সবাই নিরপাদ হতে পারবো। বাংলাদেশ সৌভাগ্যবান এই কারণে যে এত অল্প সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। যেখানে অনেক দেশ এখনও টিকা পায়নি। করোনার টিকা যথা সময়ে বাংলাদেশে আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আর আস্তে আস্তে সবাই যেন টিকার আওতায় আসে সে লক্ষে এগিয়ে যাচ্ছে সরকার। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি রয়েছে এবং প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে টিকাদান কার্যক্রমের খোঁজ খবর রাখছেন। এ ছাড়া বাংলাদেশের টিকাদানের অতীত অভিজ্ঞতা ভালো এবং টিকা দেয়ার জন্য আমাদের প্রশিক্ষিত জনবল রয়েছে কাজেই টিকাদান কার্যক্রম খুব দ্রুত আগাচ্ছে।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, একটি মহলের ভুল তথ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধনের ভুল বার্তা গেছে ফলে অনেকে করোনার টিকা নিতে ভয় পাচ্ছেন। কিন্তু যারা সচেতন তাদের সবার উচিৎ নিবন্ধন করে টিকা নেয়া। টিকা নিলে আপনি নিরপাদ থাকবেন। এই টিকা নিয়ে নেতিবাচক কথা বলে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই। আমরা ডিজিটাল বাংলাদেশের আধুনিক মানুষ তাই গুজবে কান না দিয়ে টিকা নিতেই হবে।

সূত্র : বাংলা ইনসাইডার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি