1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

লালমনিরহাটে মাদ্রাসার সুপার হিসেবে নিয়োগ পেতে ভারপ্রাপ্ত সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মোঃ রবিউল ইসলাম, হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি : লালমনিহাট জেলা হাতীবান্ধা উপজেলা গোতামারি রহমানিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহ মোঃ আব্দুল ওয়াহেদ নুরুন্নবী নামের এক শিক্ষকের হুমকিতে ও আতঙ্কে হাতীবান্ধা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বুধবার (১৫ই মে) ভারপ্রাপ্ত সুপার সাংবাদিকদের জানান গোতামারী রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার,সহ সুপার, ইবতেদায়ী প্রধান ও পরিচ্ছন্নতাকর্মীর পদ শুন্য থাকায় নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

তবে গত ২২ এপ্রিল ভারপ্রাপ্ত সুপার শাহ মোঃ আব্দুল ওয়াহেদ ওমরা হজ্জের যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য ঢাকায় গেলে তার অনুপস্থিতিতে সীল ও স্বাক্ষর জাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠি নিয়ে আসেন নুরুন্নবী নামের ওই ব্যক্তি।

বিষয়টি নিয়ে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করলে কমিটির সদস্যরাও ভারপ্রাপ্ত সুপারকে জরুরী ভাবে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য হুমকি দেন।

তবে বিষয়টি অস্বীকার করে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, সুপার পদে আবেদনকারী নুরুন্নবী নামের ওই ব্যক্তির পারিবারিক সমস্যা নিয়েই যত গণ্ডগোল। নিয়োগের ব্যাপারে মাদ্রাসায় কোন সমস্যা নেই।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহ মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সাথে যোগ-সাজোশ করে নিজেকে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ পেতে জোর খাটাচ্ছেন নুরুন্নবী নামের ওই ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি