1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাবেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হকের ইন্তেকাল,  রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওনার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার ( সীতাকুণ্ড) চট্টগ্রামঃ সীতাকুণ্ডে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক দিদারুল হোসেন টুটুলের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হকের ইন্তেকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওনার দিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে এবং সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ করেছেন।

জানা যায়,২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগরের মরহুম শেখ আহমদের পুত্র ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সীতাকুণ্ড সংবাদদাতা, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দিদারুল হোসেন টুটুলের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহমুদুল হক (৭২) রোববার ১৮ আগস্ট সকাল ১০ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

বাদে আসর সোনা মিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজার আগে মডেল থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনারের  মাধ্যমে সম্মান জানানো হয়।পরে জানাজা শেষে সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৬ মেয়ে, নাতি -নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

এদিকে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি সাংবাদিক এম হেদায়েত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক  মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, ও সাংবাদিক খায়রুল  গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি