রায়হান পারভেজ, শেরপুর (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী পাড়া এলাকার অসহায় মাবিয়া বেগম ও তার পরিবারের অসহায়ত্ব তুলে ধরে সংবাদ প্রকাশ করে শেরপুরের সংবাদকর্মীরা। অসহায় মাবিয়া বেগমের বিষয়ে সাংবাদ প্রকাশের পর বিষয়টি শেরপুর উপজেলা নির্বাহী অফিসার জানব মোঃ আশিক খান এর নজরে আসে।পরে তিনি অসহায় মাবিয়া বেগমের বিষয়ে খোঁজখবর নিতে শেরপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার কে নির্দেশ দেন।পরে অসহায় মাবিয়া বেগমের খোঁজখবর নিতে তার বাসস্থানে যান উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা। এই সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফেরদৌস সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিরা।
এই বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলার বাস্তবায়ন কর্মকর্তা মোঃআব্দুল জব্বার জানান, ইউএনও মহোদয়ের নির্দেশে আমরা অসহায় মাবিয়া বেগমের খোঁজখবর নিতে এসেছি।আমরা এখানে এসে যেটা দেখতে পারলাম মাবিয়া বেগমের থাকার জায়গা এবং ঘরবাড়ি কিছুই নেই একদম অসহায় একটা পরিবার । উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে তাকে কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হবে।