1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

দৈনিক জাতীয় অর্থনীতি’র বিরুদ্ধে বিকাশের মামলা; হবিগঞ্জ প্রতিনিধি ও গ্রাম বাংলার অনলাইন টিভি পরিবারের নিন্দা

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

বিকাশ দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী ও যুগ্ম সম্পাদক নাইবুর রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএস আদালতে মামলা দায়ের করেছে। সিএমএস আদালতের বিচারক শহিদুল আলমের আদালতে গত ১৮/৩/২০২১ তারিখে মামলাটি দায়ের করেন। মামলা নং ২৩৭/২০২১। মামলার বাদী বিকাশের সিনিয়র অফিসার আইন বিভাগ গোলাম সাদ্দাম রাফী (৩২)। মামলার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “বার্গম্যানের আলজাজিরা ষড়যন্ত্রের মধ্যে নগদকেও টার্গেট করা হয়েছে” শিরোনামের ১৪/৩/২০২১ তারিখে জাতীয় অর্থনীতি পত্রিকার রিপোর্টে বিকাশের সুনাম হানি হয়েছে। এতে বিকাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারনে পেনাল কোড ১৮২৬ এর ৫০০/৫০১/৩৪ ধারায় অপরাধ সংঘটিত করেছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক ও যুগ্ম সম্পাদককে সমন নোটিশ করে।
দৈনিক জাতীয় অর্থনীতিতে প্রকাশিত উল্লেখিত শিরোনামের প্রতিবেদন জনপ্রিয় চ্যানেল ৭১ টিভির প্রকাশিত ও প্রচারিত তথ্য-উপাত্তসহ ভিডিও ক্লিপ, লিফলেট ও অনান্য মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করেছে। জনবহুল এলাকায় প্রচারিত লিফলেট সংগ্রহপূর্বক প্রতিবেদন রচনা করেছে। দৈনিক জাতীয় অর্থনীতিতে প্রকাশিত প্রতিবেদন বিকাশকে হেয় প্রতিপন্ন কিংবা অন্য কোন অসৎ উদ্দেশ্যে করা হয়নি। জাতীয় স্বার্থে পত্রিকার বিধি মোতাবেক প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংবাদের কোন অংশে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে অথবা অসত্য হলে তারা পত্রিকা অফিসে প্রতিবাদ
পাঠাতে পারতেন। পত্রিকা অফিসে কোনোরূপ যোগাযোগ না করে সরাসরি আদালতে মামলা দায়ের করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র ও সাংবাদিকতার সংবিধানিক অধিকারের ব্যত্যয় ঘটিয়েছে বলে সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করেন। দৈনিক জাতীয় অর্থনীতির বিরুদ্ধে মামলা করায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও গ্রাম বাংলার অনলাইন টিভি পরিবারের পক্ষ থেকে নিন্দা জানাই ও মামলা প্রত্যাহারের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি