1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

প্রফেসর কামরুন নাহার পলিন সম্পাদিত বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

প্রকাশিত হলো বিশিষ্ট লেখিকা, সমাজসেবিকা ও শিক্ষাবিদ, বাংলাদেশের কিংবদন্তি উদ্যোক্তা ও আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী প্রফেসর কামরুন নাহার পলিন সম্পাদিত নতুন গ্রন্থ “বঙ্গবন্ধুঃ দ্য ফাদার অব দ্য ন্যাশন”। সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন করেন জাতিসত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা ও জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আসলাম সানী।

গ্রন্থটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রখ্যাত রাজনীতিক প্রণব মুখার্জি, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, প্রখ্যাত লেখক আবদুল গাফফার চৌধুরী, জননেতা তোফায়েল আহমেদসহ ৪৭জন লেখকের লেখা স্থান পেয়েছে।

এ প্রসঙ্গে কবি মুহাম্মদ নুরুল হুদা বলেন, বাংলা সাহিত্যে বইটি মাইলফলক হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে নিয়ে এ রকম গ্রন্থ আগে প্রকাশিত হয়নি বলে জানান এই জাতিসত্বার কবি ।জনপ্রিয় ছড়াকার ও কবি আসলাম সানি বলেন, বইটির জন্য দিনরাত পরিশ্রম করেছেন প্রফেসর কামরুন নাহার পলিন। তাঁর সুনির্বাচিত সম্পাদনায় এটি পরিণত হয়েছে অমূল্য সম্পদে। প্রকাশের পরই পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে ‘বঙ্গবন্ধু’ গ্রন্থটি। বিশেষ করে তরুণ পাঠকরা লুফে নিচ্ছেন বইটি। অধিকাংশ পাঠক দাবি করেছেন, বইটির মাধ্যমে বাংলাদেশের জাতির জনকের সঠিক জীবনবৃত্তান্ত ও আদর্শ জানা যাবে, সুতরাং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি পাঠ্য করা প্রয়োজন।

বইটি সম্পর্কে প্রফেসর কামরুন নাহার পলিন বলেন, নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে। এই বইটির মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনের অনেক অজানা দিক তুলে ধরা হয়েছে, যে বিষয়গুলো অনেকের কাছেই নতুন। নতুন প্রজন্ম যাতে বাঙালি জাতির মহীরূহ এই নেতাকে চিনতে পারে, সে উদ্দেশ্যেই বইটি প্রকাশ করা হয়েছে।

প্রফেসর কামরুন নাহার পলিন বাংলাদেশের একজন সুপরিচিত লেখিকা। লেখালেখির পাশাপাশি তিনি দীর্ঘদিন অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি সমাজসেবামূলক নানা কাজের কারণে সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এশ। প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। আর দাম রাখা হয়েছে ৪০০ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি