মোঃ আরিফুল ইসলাম মুরাদ,নেএকোনা জেলা , প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে ধমপাশা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর উপজেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এসময় বাংলাদেশ ছাত্র শিবির, ঈমান আক্বীদা রক্ষা কমিটি’র ব্যানার সহ বেশ কয়েকটি ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদ জানান বক্তারা। বিক্ষোভ মিছিলে সহ সহস্রাধীক মানুষ অংশগ্রহণ করে।