নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘হেলথ ট্রেইনার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নামঃ হেলথ ট্রেইনার পাস।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

প্রার্থীকে যেকানো বিশ্ববিদ্যালয়র থেকে স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। প্রশিক্ষণ মডিউল, হ্যান্ডআউট ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ উপকরণ তৈরীর দক্ষতা। আইইসি ও বিসিসি উপকরণ উন্নয়ন তৈরীর দক্ষতা। অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় প্রশিক্ষণ, কর্মশালা আয়োজন, পরিচালনা ও সহায়তাকরণের সক্ষমতা। কর্মী তত্ত্বাবধান, ফলোআপ ও কর্মী উন্নয়ন সক্ষমতা এবং স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি পরিবীক্ষণ করার সক্ষমতা থাকতে হবে। প্রতিবেদন তৈরী, ডকুমেন্টেশন ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বাস্তব অভিজ্ঞতা বিহীন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
কর্মস্থলঃ জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ।
বেতনঃ ৪০০০০/- টাকা।
আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ২৪ জুন, ২০২১।