1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সঠিক ব্যখ্যা

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

গত ৩ মে ২০২১ ইং তারিখে দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় তেতৈয়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধী হামলা ঘটনায় সদর হাসপাতালে অফিস সহায়কের এম/  সি বানিজ্যের শিরোনামে য়ে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা আমার দৃষ্টি গোচর হয়েছে।তা সম্পর্ন উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা বানোযাট।আমি উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রকৃত ঘটনা হল সদর উপজেলার গোপাযা ইউনিয়নের তেতৈয়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধি সফিকুর রহমান তার প্রতিপক্ষ দুলাল মিয়া গং দের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষ হয়।এই ঘটনায় সফিকুর রহমান (৫৫) তার স্ত্রী রাবিয়া আক্তার (৩৫) সোমাইযা আক্তার (১০), ইতি আক্তার (১২), আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।এ ঘটনায় মামলা দায়েরের পর বিঞ্জ কৌর্ট কতৃক আদেশমূলে জেলা গোয়েন্দা শাখার এস আই মাহমুদুল হাসান -০১/০৪/২০২১ ইং তারিখে তত্বাবধায়ক জেলা সদর হাসপাতালের বরাবরে এম সির জন্য আবেদন করেন।আবেদনের পর  নিয়মতান্ত্রিক ভাবে এম সি প্রদান করা হয়।কিন্তু একটি কুচক্রি মহলের ষড়যন্তে মামলার বাদি রাবিয়া আক্তার ও তার স্বামি সফিকুর রহমান আমার বিরুদ্ধে মান সম্মান হানি করার চেষ্টায় লিপ্ত হয়।সংবাদে বলা হয় আমি মামলার বাদির কাছ থেকে মোটা অংখের টাকা হাতিয়ে নিয়েছি যাহা হাস্যকর।প্রকৃত পক্ষে হবিগঞ্জ সদর হাসপাতালের এম সি নিতে কোন টাকা পয়সা নেওয়া হয় না।তাই উক্ত এম সি জখমি সফিকুর রহমান (৫৫) কাছ থেকে বোন টাকা পয়সা নেওযা হয় নি।আসি উক্ত উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা বানোয়াট মানহানিকর প্রকাশিত সংবাদের তী্ব্র নিন্দা ও প্রকাবাদ জানাই।

প্রতিবাদকারী
মোঃ শাহাজাহান মিয়া
পদবী অফিস সহায়ক
২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল হবিগঞ্জ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি