1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

চলমান ‘লকডাউন’ ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলমান লকডাউন আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগের ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে; এখন আগামী ১৫ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি–বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রি, সরবরাহ এবং আসন সংখ্যা অর্ধেক ফাঁকা রেখে সেবা দিতে পারবে।

নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের গণপরিবহন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে; বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি