গত সোমবার ১৪ এপ্রিল ৭ নং চরকাউয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কর্নকাঠীর স্থায়ী বাসিন্দা স্বপন হাওলাদারের বড় ছেলে রাহাত হাওলাদার তাঁর নিজ স্ত্রী লামিয়াকে হত্যা করে রাহাত হাওলাদার নিজেই গলায় ফাঁশি দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।
এই চাঞ্চল্যকর ঘটনা বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করা হয়।
গত ১৫ এপ্রিল, একটি মিডিয়ার ভিডিও থেকে দেখা যায়, মৃত রাহাত হাওলাদারের স্ত্রী লামিয়ার পরিবাররা তাঁদের নিজ এলাকায় রাহাত ও তার স্ত্রী লামিয়ার পরিকল্পিত নির্মম হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের মানববন্ধন।
মানববন্ধনের ব্যানারে লেখা রয়েছে মৃত রাহাত হাওলাদারের ঠিকানা পূর্ব কর্নকাঠী ভূইয়া বাড়ির বাসিন্দা। অথচ মৃত রাহাত হাওলাদারের ঠিকানা পূর্ব কর্নকাঠী ভূইয়া বাড়ির পাশের মহল্লায়। মৃত রাহাত হাওলাদার ভূইয়া বাড়ির বাসিন্দা নহে।
এ ঘটনা নিয়ে চলছে এলাকায় লোকমুখের কানঘুষা।এরই প্রতিবাদে ক্ষিপ্ত ভূইয়া বাড়ির স্থায়ী বাসিন্দারা এবং রাহাত হাওলাদার ও তার স্ত্রী লামিয়ার পরিবারের উপরে তীব্র নিন্দা জানায়।