1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে রাস্তার বেহাল দশা, ভোগান্তি চরমে

মাহবুবুল হাসান
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভার গুরুত্তপূর্ণ এলাকা ৭ নং ওয়ার্ড পৌরসহর রেলগেইট সড়ক হতে বরলা, দুরশ্চিমপাড়া হয়ে ঢাকা মহাসড়ক পর্যন্ত রাস্তার বেহাল দশার কারনে চরম ভোগান্তিতে পড়েচে ৭ নং ওযার্ডসহ কয়েক গ্রামের বাসিন্দারা।

কয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হওয়ায় অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে। পথচারীরা নিজেরাই উদ্যেগ নিয়ে রাস্তা সংস্কারের কাজ করেছে অনেক বছর ধরে। তবে এবার সেই উপায়ও নেই। পূরো রাস্তাটি ঝুড়ে ঘর্তের কারণে এ সড়কটির বেহাল দশা। শুধু গাড়ীচালক নয়, পথচারীদের জন্য ও দুরোধ্য হয়ে উঠেছে এ সড়কটি। এ রাস্তাদিয়ে বরলা, দুরশ্চিমপাড়া, নাওতোলা, কাঠালী, কৈইয়া, ভাবিয়াপাড়া, রামপুর সহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। অনেক মাণুষের জীবিকা নির্ভর করে এ রাস্তার উপর।

এ রাস্তার বেহাল দশায় সোনাইমুড়ী পৌরসহরে অসুস্থ্য কোন রুগি নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। সি এনজি চালিত অটো রিক্্রাচালক মোহাম্মাদ মিজ্জু বলেন, রাস্তায় গাড়ী চালাইয়া সংসার চালাতে পারবোনা মনে হয়। অন্যকাজও যানানাই কি করে সংসার চালাবো ভেবে পাইনা মনে হয় না খেয়ে মরতে হবে। এ রাস্তায় গাড়ীর বহুবার একসিডেন্ট করেচি ও এতে বহুলোক আহত হয়েছে। কোন সময় জীবন হারাতে হয় তার কোন গ্যারান্টি নাই। পৌর স্থানিয় কয়েকজন বাসিন্দা জানান, প্রথম সারির সোনাইমুড়ী পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে কেন জানিনা এ ওয়ার্ডটি সবচাইতে অবহেলিত।
পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খোকন বলেন,রাস্তাটি খুব খারাপ অবস্থায় আছে এ রাস্তাটি সংস্কার হওয়া দরকার। সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী বলেন, ওয়ার্ড কাউন্সিলর কয়েকটি রাস্তা দিয়েছে তার মধ্যে এ রাস্তাটি আছেকি না আমি তদন্ত্য করে দেখি। রাস্তাটির দুর অবস্থা জখন জেনেছি দেখি আমি কি করতে পারি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি