ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অন্তর্গত কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল ২০২৫ তারিখ গভীর রাতে পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশনায় এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে জনৈক ফজলু মিয়ার বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা থেকে সন্দেহজনক অবস্থায় রাখা বস্তার ভেতর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয় মাদকদ্রব্য।
এই ঘটনায় মোঃ গিয়াস উদ্দিন (৩২), পিতা মনু মিয়া, সাং-দীঘির পাড়, ওয়ার্ড-০৩, কায়েমপুর ইউপি—নামীয় একজন ব্যক্তি অভিযুক্ত হিসেবে চিহ্নিত হলেও, তিনি এখনো পলাতক রয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানান হয়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এই কার্যক্রম আরও জোরদার করা হবে