ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার আরোপিত অটোরিকশা ট্যাক্স বাতিলের দাবিতে কয়েকদিন ধরে চলা প্রতিবাদের ধারাবাহিকতায় আজ শনিবার (২৬ এপ্রিল) কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চালকরা।
কসবা আকছিনা অটোরিকশা শ্রমিক পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমিকরা বলেন, “এই ট্যাক্স অবৈধ। আমরা চাই অবিলম্বে এই ট্যাক্স বাতিল করা হোক।” কয়েক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে কসবায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
বিক্ষোভ চলাকালে স্থানীয় রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করতে চেষ্টা করলেও তারা অবস্থান ত্যাগে অনড় ছিলেন। পরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সামিউল ইসলাম উপস্থিত হয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
অটোরিকশা চালকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।