1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

ভীড় এড়িয়ে নরসিংদীতে কোরবানীর পুশু কিনুন অনলাইনে

মো: খায়রুল ইসলাম
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৮৮ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি : হাটে ক্রেতা-বিক্রেতাদের ভীড়, স্বাস্থ্য ঝুকি কমানো এবং লকডাউন বাস্তবায়নের জন্য অনলাইনে কোরবানীর পশু কেনা-বেচা করতে bdvets.com নরসিংদী সদর উপজেলা প্রাণসম্পদ দপ্তরের উদ্যোগে www.livestockmarket.net অনলাইনে কোরবানীর পশু হাটের একটি ওয়েবসাইট খোলা হয়েছে। নরসিংদী সদর উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. মু: কামরুল ইসলাম জানিয়েছেন। করোনাভাইরাস দিনের পর দিন বেড়েই চলেছে। এ অবস্থায় কোরবানীর পুশুর হাট ব্যবস্থাপনায় খুবই জটিল এবং ঝুকি পূর্ণ। কোরবানীর পশুর হাটের ক্রেতা বিক্রেতাদের ভীড় কমানো এবং জনসাধারণের স্বাস্থ্য ঝুকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ অনলাইন ভিত্তিক পশুর হাট চালু করা হয়েছে। এটি একটি ওয়েবসাইট ভিত্তিক অনলাইন পশুর হাট। অনলাইন প্লাটফরম ব্যবহার করে ক্রেতারা সরাসরি খামারীর কাছ থেকে কোরবানীর গরু, ছাগল, ভেরা, মহিষ অতি সহজে কিনতে পারছেন। এতে করে খামারী ও ক্রেতা উভয়েই উপকৃত হচ্ছেন। নরসিংদী সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা (সমমানের পদ) ডা. মিঠুন সরকার জানিয়েছেন, এ ওয়েবসাইট ইতিমধ্যে সারা দেশের অনলাইন কোরবানীর পশুর হাটও যুক্ত করা হয়েছে। এ প্লাটফরম থেকে সারা দেশের ক্রেতারা আশপাশের খামারীর কাছ থেকে তাদের পছন্দমত সরাসরি কোরবানীর পশু পছন্দ করতে পারছেন। তিনি আরো জানান, এ বছর নরসিংদী সদর উপজেলায় ৪০ হাজার কোরবানীর পশু রয়েছে। যা চাহিদার তুলনায় অনেক বেশী। নরসিংদী সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর মহৎ উদ্যোগটি এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে। নরসিংদী সদর উপজেলার কামারগাও এগ্রো ফার্মের মালিক মো: সাইদুর রহমান শিমুল জানান, তার দুটি খামার রয়েছে। একটি খামারে দেশীয় জাতের ৫০টি এবং অপর খামারটিতে ভূটানী জাতের ৩০টি গুরু রয়েছে। ওয়েবসাইট চালু হওয়ার কারণে ইতিমধ্যে দুটি খামার থেকে ৩০টি গরু বিক্রি করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি