1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

হাসারাঙ্গায় ছিন্ন-ভিন্ন ভারত,টি-২০ সিরিজ শ্রীলংকার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

শ্রীলংকা সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। তবে সেরাদের ছাড়া টি-২০ সিরিজ খেলতে নেমে ধাক্কাটা ভালই খেয়েছে ভারত। জয় দিয়ে সিরিজ শুরু করলেও সেই ধারা রাখতে পারেনি ভারত।

 

টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে সমতায় ফেরা শ্রীলংকা ফাইনালে রূপ পাওয়া শেষ ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে।একপেশে ম্যাচে ৩৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে শ্রীলংকা।ওয়ানডে সিরিজের বদলা নিয়েছে শ্রীলংকা টি-২০ সিরিজ ২-১এ জিতে।

 

লেগ স্পিনার হাসারাঙ্গার ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৪-০-৯-৪) প্রেমাদাসায় এদিন ছিন্ন ভিন্ন হয়েছে ভারত। টি-২০তে নিজেদের তৃতীয় সর্বনিন্ম স্কোরের লজ্জা (৮১/৮) পেয়েছে এদিন ভারত !

 

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে শ্রীলংকার বিপক্ষে ইতোপূর্বে শ্রীলংকার সর্বনিন্ম ছিল ১০১/১০, পুনেতে ২০১৬ সালের সেই লজ্জা ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার রাতে।

 

হাসারাঙ্গা (৪/৯),দাসুন সানাকার (২/২০) বোলিংয়ে এদিন ১২০ বলের মধ্যে ভারত বল ডট করেছে ৬১টি ! তিনজন ব্যাটসম্যান দেখেছেন ডাবল ফিগারের মুখ (রিতুরাজ গায়কোয়াড ১৪,ভুবনেশ্বর ১৬,কুলদ্বীপ ২৩*)।তিন ব্যাটসম্যান ফিরেছেন ০-তে। ১০০ প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মাত্র ১ ব্যাটসম্যান।পুরো ইনিংসে বাউন্ডারির সমস্টি মাত্র ৪টি।ব্যাটিং পাওয়ার প্লে-তে চরম অসহায়ত্ব প্রকাশ করেছে ভারত এদিন (প্রথম ৬ ওভারে ২৯/৪)।

 

৮২ রানের টার্গেট পাড়ি দিয়েছে শ্রীলংকা ৩৩ বল হাতে রেখে, ৭ উইকেটে জিতে।ধনঞ্জয়ার ২০ বলে ২৩* এবং হাসারাঙ্গার ৯ বলে হার না মানা ১৪ রানের কল্যানে সম্ভব হয়েছে তা। অবিচ্ছিন্ন ৪র্থ উইকেট জুটিতে যোগ করেছেন তারা ২৬ রান। লংকান লেগ স্পিনার হাসারাঙ্গার জবাব দিতে চেষ্টা করেছেন ভারতের লেগ স্পিনার রাহুল চাহার (৪-০-১৫-৩)।

 

 ভারত : ৮১/৮ (২০.০ ওভারে)

 

শ্রীলংকা : ৮২/৩ (১৪.৩ ওভারে)

 

ফল : শ্রীলংকা ৭ উইকেটে জয়ী।

 

ম্যান অব দ্য ম্যাচ : হাসারাঙ্গা (শ্রীলংকা)।

 

ম্যান অব দ্য সিরিজ : হাসারাঙ্গা (শ্রীলংকা)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি