1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

বিশ্বনাথের সাবেক ইউপি চেয়ারম্যান আবারক আলী গ্রেফতার ।।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপাতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলীকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি বছরের ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতাল চলাকালে ট্রাক আটকানো নিয়ে উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের আমতৈল পিছের মুখে ‘আমতৈল ও ধলিপাড়া’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় সিঙ্গেরকাছ বাজার থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। আবারক আলী দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিমগাঁও গ্রামারে মৃত হাজী রাশিদ আলীর ছেলে ও সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতির দায়িত্বেও রয়েছে।
এর আগে মারামারি ওই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই এবং ঘটনা স্থলে তিনি ছিলেননা এমন অভিযোগ এনে সিলেট রেঞ্জর ডিআইজি, পুলিশ সুপার ও ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেন আবারক আলী।
গ্রেফতারের বিষয়ে সত্যাত নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, হেফাজতের ডাকা হরতাল চলাকালে আমলৈ পিছেরমূখে মারামারির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ হেফাজতেরে ঢাকা হরতাল চলাকালে ট্রাক আটকানো নিয়ে সিলেটের বিশ্বনাথ-লামাকাজি সড়কের আমতৈল পিছেরমূখে ‘আমতৈল ও দলিপাড়া’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই গ্রামের ৩০ জনসহ ৫ পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনার প্রায় একমাস পর গত ২৯ এপ্রিল ৬২ জনের নাম উল্লেখ করে মামালা দায়ের করেন ধলিপাড়ার নাজমুল ইসলাম শিপু, (মামলা নং ২৯)। মামলায় আরও ২৫০ জনকে অজ্ঞতানামা আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি