আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. এনামুল হক মনিরের মাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হক শিকদারের স্ত্রী হালিমা বেগমের মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ফরিদপুর জেলার ভাংগা উপজেলাধীন ঘারুয়া ইউনিয়নের খামিনার বাগ গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. এনামুল হক মনিরের মাতা হালিমা বেগম ব্লাড ক্যন্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হালিমা বেগমের বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাযে জানাযা নিজ বাড়ীতে শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়, পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়