1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

এবারো বাতিল নোবেল পুরস্কার অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ বার দেখা হয়েছে

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও আয়োজন হচ্ছে না নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান। বৃহস্পতিবার এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন এই তথ্য জানায়। এর আগে গত বছরও করোনাভাইরাস সংক্রমণের কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘অনেকেই মনে করতে পারেন করোনাভাইরাস মহামারী শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি।’

এতে বলা হয়, পুরস্কারপ্রাপ্তদের উপস্থিতি ছাড়াই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন এই বছরের পুরস্কার দেয়া হবে।

টেলিভিশন ও নোবেল পুরস্কার ডিজিটাল প্লাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর নোবেল পুরস্কারের ছয় বিভাগ- চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের সম্পদের উইল অনুসারে নোবেল ফাউন্ডেশন গঠন করা হয়। ১৯০১ সাল থেকে এই ফাউন্ডেশন মানবসেবার বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পুরস্কার দিয়ে আসছে। সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি