1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

সপ্তমবারের মত ব্যালন ডিঅঁর খেতাবের লড়াইয়ে মেসি, তালিকায় রোনালদোও

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৫১ বার দেখা হয়েছে

রেকর্ড সপ্তামবারের মত ব্যালন ডি অঁর খেতাবের জন্য লড়ছেন সদ্য প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমানো আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তবে এই পদকের জন্য তাকে ক্রিস্টিয়ানো রোনালদোর চ্যালেঞ্জেরও মোকাবেলা করতে হবে। কারণ ২০২১ সালের পদকের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া ৩০ ফুটবলারের তালিকায় রয়েছে এই পর্তুগাল সুপার স্টারের নামও।

এদিকে মহিলা বিভাগে খেতাবের তালিকায় যুক্তরাস্ট্র থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন স্যাম মেইউস। ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় কানাডার অলিম্পিক স্বর্নপদক জয়ী দল থেকে মনোনয়ন পেয়েছেন তিন প্রমীলা ফুটবলার জেসি ফ্লেমিং, অ্যাশলে লরেন্স এবং ক্রিস্টিন সিনক্লেয়ার।

ইতোমধ্যে ৬টি খেতাব নিয়ে ব্যালন ডি অঁর খেতাব প্রাপ্তির তালিকায় অন্যদের ছাড়িয়ে গেছেন মেসি। রোনালদো ৫বার এই খেতাব লাভ করেছেন। অন্য কোন খেলোয়াড় তিন বারের বেশী ব্যালন ডি অঁর খেতাব জয় করতে পারেনি।

এই বছরের শুরুতে প্রথমবারের মত আন্তর্জাতিক শিরোপা জয় করেছেন মেসি। তার নেতৃত্বাধীন আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জয় করে। তালিকায় মেসির সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্ট লিওয়ানদোস্কি। তিনি বুন্দেস লিগায় এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ডটি গড়েছেন গার্ড মুলারকে টপকে। ২০২০-২১ মৌসুমে ৪১ গোল করেছেন তিনি।

২০২১ সালের ইউরোপীয় গোল্ডেন বুট জয়ী এই পোলিশ তারকা ২০২০ মৌসুমে ব্যালন ডি অঁর খেতাব জয়ের জোড়ালো প্রার্থী ছিলেন ত্রিমুকুট জয়ে ভুমিকার জন্য। কিন্তু করোনা মহামারির কারণে ওই বছর আর এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি।

খেতাব জয়ের আরেক প্রতিদ্বন্দ্বি চেলসির মিডফিল্ডার জর্জিনহো। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে তিনি ইংলিশ ক্লাবটির হয়ে জোড়ালো ভুমিকা পালন করেছিলেন। একই সঙ্গে ভুমিকা রেখেছেন ইতালির ইউরো ২০২০ শিরোপা জয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি