1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

বেগমগঞ্জ উপজেলা ১৬ টি ইউনিয়ন মধ্যে ১৪ টি ইউনিয়ন নির্বাচনে সব জায়গায় উৎসাহ উদ্দীপনা

গোলাম মোস্তফা (বুলবুল)
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৬৪৯ বার দেখা হয়েছে

আগামী ১১ নভেম্বর ২০২১ নোয়াখালী বেগম গন্জ উপজেলা ১৬ টি ইউনিয়ন মধ্যে ১৪ টি ইউনিয়ন নির্বাচন কে কেন্দ্র করে ভোটার মনে ব্যাপাক উৎসাহ উদ্দীপনা সর্বত্র বিরাজ করিতেছে।তার মধ্যে বেগম গন্জ ১ নং অামান উল্লা পুর ইউনিয়ন নৌকা নমিনেশন নিয়ে চেয়ারম্যান ভোট করিতেছেন বর্তমান চেয়ারম্যান অারিফ,অন্যদিকে ১নং অামান উল্লাপুর ইউনিয়ন স্বতন্ত্র ভাবে ভোট করিতেছেন মুক্তিযুদ্দার সন্তান রাসেল ও ইউনিয়ন অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক খোকন ও একই ইউনিয়ন থেকে স্বতন্ত্র ভাবে চেয়ারম্যান  ভোট করিতেছেন,২নং গোপাল পুর ইউনিয়ন নৌকা মার্কা নিয়ে ভোট করিতেছেন বর্তমান চেয়ারম্যান মিন্টু,তার প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান ভোট করিতেছেন ২/৩ জন।৩ নং জির তলী ইউনিয়ন হাইকোর্ট মামলা হওয়া নির্বাচন স্থগিত হয়।৪ নং অালাইয়াপুর ইউনিয়ন থেকে নৌকা মার্কা নিয়ে ভোট করিতেছেন ইউনিয়ন অাওয়ামীলীগ সহসভাপতি গিয়াসউদ্দিন পাটারী, স্বতন্ত্র চেয়ারম্যান পার্থী ভোট করার কথা শুনা যাচ্ছে বর্তমান অালাইয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান অানিস। ৫ নং ছয়ানী ইউনিয়ন নৌকা মার্কা নিয়ে ভোট করিতেছেন বর্তমান চেয়ারম্যান ৪ নং ওয়ার্ড অাওয়ামীলীগ সভাপতি রশিদ, ছয়ানী ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ২/৩ কথা ও শুনা যাচ্ছে।৬ নং রাজগন্জ ইউনিয়ন নৌকা মা’র্কা নিয়ে ভোট করিতেছেন বর্তমান চেয়ারম্যান সেলিম, অন্যদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোট করিতেছেন মাসুদ।

৭ নং একলাশপুর ইউনিয়ন নৌকা মার্কা ভোট করিতেছেন অালো,বর্তমান চেয়ারম্যান খলিল বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান চেয়ারম্যান সন্তান দিপু ও চেয়ারম্যান ভোট করিতেছেন ও চেয়ারম্যান ভোট ইসমাইল মেম্বার সন্তান বাবুল।৮ নং বেগমগঞ্জ ইউনিয়ন নৌকা নিয়ে ভোট করিতেছেন বর্তমান চেয়ারম্যান কামাল,স্বতন্ত্র চেয়ারম্যান পার্থী হয়ে ভোট করিতেছেন লিটন, নান্নু সাবেক ২ বার চেয়ারম্যান, হাফেজ শাহিন সাবেক চেয়ারম্যান ও  টিটু ও চেয়ারম্যান ভোট করিতেছেন ও হাত পাখা চেয়ারম্যান ভোট করিতেছেন ১ জন।৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়ন ভোট তফসিল ঘোষনা হয়নি।

১০ নং নরোত্তম পুর ইউনিয়ন নৌকা মা’র্কা নিয়ে ভোগ করিতেছেন টিপু,স্বতন্ত্র চেয়ারম্যান পার্থী হয়ে ভোট করার কথা শুনা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান বাচ্ছু নাম।১১ নং দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান স্বতন্ত্র ভোট করিতেছেন ৩ বার সাবেক চেয়ারম্যান মরহুম এম এ জলিল ছেলে পলাশ কথা। নৌকা নিয়ে ভোট করিতেছেন বর্তমান চেয়ারম্যান জাবেদ।১২ কুতুবপুর ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোট কথা শুনা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান হিরন নাম ও মিলন মিয়া ২ জন নাম।১৩ রসুলপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান সেলিম কে নৌকা দেওয়া ইউনিয়ন অাওয়ামীলীগ নেতা কর্মী দের মধ্যে বিভাজন সৃষ্টি হয়।১৫ নং শরীফপুর ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট করিতেছেন মুক্তি যুদ্ধার সন্তান হিরন পাশা ও স্বতন্ত্র  চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোট করিতেছেন কালন চেয়ারম্যান সুযোগ্য সন্তান মিঠু।শরীফ ইউনিয়ন নৌকা মার্কা নিয়ে ভোট করিতেছেন বর্তমান চেয়ারম্যান মিন্টু। ১৪ নং হাজীপুর ইউনিয়ন নৌকা মার্কা নিয়ে ভোট করিতেছেন অাজম মির্জা স্বতন্ত্র চেয়ারম্যান পার্থী হয়ে ভোট করিতেছেনস্বতন্ত্র থেকে চেয়ারম্যান ভোট করেতেছেন জিএম জামাল চৌধুরী  ।

১৬ নং কাদির পুর ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান ভোট করার কথা শুনা যাচ্ছে কাদির পুর ইউনিয়ন ৪ বার সাবেক  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভিপি নুরনবী কথা,কাদির ইউনিয়ন নৌকা মার্কা নিয়ে ভোট করিতেছেন বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন।  প্রত্যেকটি ইউনিয়ন ভোটার উৎসাহ অানন্দ বিরাজ করিতেছে। ইউনিয়ন চা দোকান গুলো বেচা কেন জমে ওঠেছে।ভোটার অাশা ভোট সুষ্ঠু হলে তারা ভোট কেন্দ্র গিয়ে তাদের পছন্দের প্রতিনিধি ভোট নির্বাচিত করবে তাই ভোটারগন ভোটের সুষ্ঠু পরিবেশ চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি