1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

স্কটল্যান্ডকে ৮৫ রানেই গুটিয়ে দিল ভারত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১৫৬ বার দেখা হয়েছে

মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহর গতি আর রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭.৪ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় স্কটিশরা।

টসে জিতে বোলিং নিয়ে শুরু থেকেই স্কটল্যান্ডকে চাপে রাখে ভারতীয় বোলাররা। কিপটে বোলিংয়ের সাথে নিয়মিত নিতে থাকেন উইকেট। দলের হয়ে ৪ ওভারে ১৫ রান খরচে ৩টি উইকেট নেন ভারতের বাঁহাতি স্পিনার রবিন্দ্র জাদেজা। এছাড়াও শামি নিয়েছেন ৩ উইকেট ১৫ রান খরচে। এছাড়াও বুমরা নেন ২টি উইকেট।

অপরদিকে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের কাছে ধুঁকছিল স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন জর্জ মুনসে। মাত্র চারজন ব্যাটসম্যান পার করতে পেরেছেন দুই অংকের ঘর।

এবারের আসরের সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান। তাদের সঙ্গী হওয়ার সুযোগ এখনও ভারতের সামনে। যদিও ৩ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়ার অবস্থান এখন টেবিলের চার নম্বরে। দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৫২ রানে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে নিউজিল্যান্ড। ফলে সেমিফাইনালে যেতে হলে ভারতকে বড় ব্যবধানে জিততে হবে স্কটল্যান্ডের বিপক্ষে।

আফগানিস্তান এবং নিউজিল্যান্ড খেলেছে ৪ ম্যাচ করে। ফলে আফগান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে যে হারবে তারাই এবারের আসর থেকে বিদায় নিবে। যদি নিউজিল্যান্ড আফগানদের সাথে হারে তবে ভারতের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। কেননা কোহলিরা পরের দুই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৬।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি