1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কয়েক জেলায় সংঘর্ষ, নরসিংদীতে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বৃহস্পতিবার সকাল থেকে নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের থেমে থেমে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বাঁশগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ সংঘর্ষে এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম সালাহ উদ্দিন মিয়া (৪৫) ।

মেহেরপুরের মুজিবনগরের মহাজনপুর ইউনিয়নের কোমরপুর কেন্দ্রে নৌকা এবং আনারস প্রার্থীর মধ্যে বাক যুদ্ধের ঘটনায় পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্র আওয়ামী লীগের নৌকার প্রার্থী রেজাউর রহমান নান্নুর সঙ্গে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকের আমাম হোসেন মিলুর বাক যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর আধাঘণ্টা পর উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কেন্দ্র দখলে নিতে হামলা ও গোলাগুলির ঘটনায় দুই জন আহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের পূর্ব বয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে এ সংঘর্ষ হয়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে একপক্ষের সমর্থকরা।

নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের জাঙ্গাল এলাকায় নির্বাচনের আগের রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ১২টার সংঘর্ষ শুরু হয়, চলে ঘণ্টাব্যাপী। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পুলিশ বলছে, একদল বহিরাগত সন্ত্রাসী কেন্দ্র দখলের চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতে শতাধিক রাবার বুলেট, শর্টগানের গুলি ছুড়েছে পুলিশ। তিন জন পুলিশ সদস্য আহত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়।

মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর ভোটকেন্দ্রে হামলা, হাতবোমা ও ককটেল বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। মাদারীপুরে ভোটকেন্দ্রে বোমা-ককটেল বিস্ফোরণ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। এ সময় হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কেন্দ্রটিতে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে ৮৩৮ ইউপিতে। কেননা, চারটির ভোট স্থগিত করা হয়েছে। একটির ভোট বাতিল করেছে ইসি। আর পাঁচটিতে সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৬টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি