1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

সাম্য ও মানবাধিকার রক্ষার দাবীতে গাইবান্ধায় সাঁওতালদের আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪০৭ বার দেখা হয়েছে
বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ ১০ ডিসেম্বর শুক্রবার গাইবান্ধার নাট্য সংস্থা সামনে ইউএনডিপি -মানবাধিকার কর্মসূচি, সুইজারল্যান্ড ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় অবলম্বন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জেলা মানবাধিকার ফোরামের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, তৃষ্ণা মুর্মু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা সুফল হেমব্রম, বৃটিশ সরেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে আদিবাসী জনগোষ্ঠী প্রান্তিক অবস্থানে রয়েছে। তাদের সুরক্ষা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। আদিবাসীদেরকে বিভিন্নভাবে তাদের ভূমি থেকে উচ্ছেদসহ সকল ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। আজও সাঁওতালদের ভূমির অধিকার রক্ষায় জীবন দিতে হচ্ছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সমতলে আদিবাসীদের ভূমি কমিশন গঠন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষায় শিক্ষা, সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান। আদিবাসীদের ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি রক্ষার জন্য প্রতিটি জেলায় কালচারাল একাডেমি গঠনের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি