বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপনে কুমিল্লা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে বরিশালের অতিরিক্ত পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আমিনুল কবীর তরফদারকে খুলনার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।