পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করব, করব না’র মতো ডাবল টক করে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বড়বড় শহর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লায় নির্বাচন করে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মন্ত্রী বলেন, বিএনপির অন্যতম নেতা তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাকে কেন্দ্রীয় বিএনপি সমর্থন দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ বানিয়াচং আসনের সংসদ সদস্য এম এ মজিদ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।