1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১২১ বার দেখা হয়েছে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। শেষ আটে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই যুবাদের।

প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পয়েন্ট সংখ্যা সমান। এ ম্যাচে যারা জিতলে তারাই পৌঁছে যাবে পরবর্তী ধাপে।

যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্ট যাত্রা করেছিল দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে নিয়ে। তবে আসরের প্রথম ম্যাচেই সমর্থকদের হতাশ করেছে টাইগার যুবারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারে রাকিবুল হাসানের নেতৃত্বধীন খুদে টাইগাররা। অথচ অধিনায়কসহ দলে বেশকিছু ক্রিকেটার আছেন যারা গত আসরে দক্ষিণ আফ্রিকা দুর্গ জয় করে চ্যাম্পিয়ন হয়েছিল।

দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বেশ দাপটের সঙ্গেই কানাডাকে হারায় রাকিবুলের দল। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শতরান করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেই ধারাবাহিকতার এবার আরব আমিরাতকেও হারাতে চাইবে যুবা টাইগাররা।

এ ছাড়া কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সুযোগ আছে আরব আমিরাতেরও। তাই নিশ্চিতভাবেই বলা যায় ম্যাচটা সহজ হবে না বাংলাদেশের জন্য। বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি আইচ মোল্লা-প্রান্তিক নওরোজরা। আরব আমিরাতকে হারাতে দায়িত্বটা নিতে হবে তাদেরই।

বাংলাদেশ একাদশ

মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তি নওরোজ, আইচ মোল্লা, মো. ফাহিম, আরিফুল ইসলাম, এসএম মেহরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল।

সংযুক্ত আরব আমিরাত একাদশ

কাই স্মিথ, সোরিয়া সাথিস, ধ্রুব প্যারাশার, আলিশা শারাফু, পুনিয়া মেহরা, নিলান্স কেসওয়ানি, আলি নাসের, রোনাক পানোলি, আয়ান আফজাল, আদিত্য শেটি ও জাশ গিয়ানি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি