নিউমার্কেটের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে একপাক্ষিকভাবে শিক্ষার্থীদের দায় দিয়েছে এমন অভিযোগে আবারো সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেল ৪ টা ৫৫ মিনিটে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার সড়কে নেমে অবরোধ করেন, এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই সংবাদ সম্মেলন করে একতরফাভাবে শিক্ষার্থীদের দোষ দিয়েছে। তারা এ অবস্থায় দোকানপাট বন্ধ রাখার দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের উপর দায় চাপিয়ে দেওয়ার বিষয়টি প্রত্যাহারের দাবিও জানান তারা।
জানা গেছে, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্ক অবস্থানে আছে পুলিশ।’