1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

চোখের জলে ইউক্রেনকে শিরোপা উৎসর্গ জিনচেঙ্কোর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১১২ বার দেখা হয়েছে

ম্যানচেস্টার সিটির অন্য ফুটবলারদের জন্য হয়তো এটা শুধুই এক শিরোপা। বাকি সবাই ট্রফি ধরে উল্লাস করলেন, গাইলেন কেবল ব্যতিক্রম ওলেকসেন্দর জিনচেঙ্কো। ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি ধরে কাঁদলেন ইউক্রেন মিডফিল্ডার, কাঁদালেন সিটি সমর্থকদের।

রাশিয়ার আগ্রাসনের হাত থেকে মাতৃভূমি ইউক্রেনকে বাঁচাতে যুদ্ধে নেমে পড়েছেন দেশটির অসংখ্য ক্রীড়াবিদ। সিটির হয়ে ফুটবলের লড়াইয়ে ব্যস্ত থাকা জিনচেঙ্কো যুদ্ধটা করছেন নিজের মতো করে। সেই যুদ্ধে তিনি জিতেছেন। ৭৫ মিনিট পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পিছিয়ে থাকা সিটি জিতেছে তাদের অষ্টম লিগ শিরোপা।

পাগলাটে এক ম্যাচ জিতে শিরোপা জয়ের আনন্দের সঙ্গে গতকাল জিনচেঙ্কোর চোখের কোণে জমেছিল বেদনার অশ্রু। রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। শিশুরা হারাচ্ছে তাদের বাবা-মাকে। ইউরোপের সবচেয়ে উর্বর ভূমির দেশটা আজ ধ্বংসস্তূপ। শিরোপা তুলে ধরতে গিয়ে সেই কথাই যেন মনে এল জিনচেঙ্কোর।

প্রিমিয়ার লিগ শিরোপাটা তাই মাতৃভূমি ইউক্রেনকে উৎসর্গ করেছেন সিটি মিডফিল্ডার। সমর্থকেরাও জিনচেঙ্কোকে সমর্থন জুগিয়ে গেছেন সময়টাতে। মাঠেই দেশের পতাকা দিয়ে শিরোপা জড়িয়ে করেছেন উল্লাস। উল্লাস থামতেই বাঁধ ভাঙল চোখের অশ্রু। চোখের জলে মিশে দেশকে নিয়ে গর্বও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি