1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

বলিউডে কিং খানের ৩০ বছর পূর্ণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২

আজ ২৫ জুন, বলিউড বাদশাহ শাহরুখ খানের বলিউডে ৩০ বছর পূর্ণ হলো। ১৯৯২ সালের এই দিনে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় অভিষেক হয় কিং খানের। এরপর হিন্দি ছায়াছবির দুনিয়ায় কেটে গেছে তাঁর জমকালো তিন দশক।

অভিনয়ের প্রথম দশকে ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-সিনেমার মতো রোমান্টিক ঘরানার ছবিতে দেখা গেছে তাঁকে। অনেক ভক্তের কাছে রোমান্টিক ছবি মানেই নব্বই দশকের শাহরুখ।

অভিনয়ের দ্বিতীয় দশকে ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’-এর মতো সব মহলে প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। যা শাহরুখের প্রচলিত রোমান্টিক সিনেমার থেকে অনেকটাই আলাদা।

তবে অভিনয়ের তৃতীয় দশক অর্থাৎ গত ১০ বছরে শাহরুখ অভিনীত বেশির ভাগ ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি। কিন্তু তাতে একটুও ভাটা পড়েনি শাহরুখ খানের জনপ্রিয়তায়। এখনো তাঁর নতুন ছবির ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক। জন্মদিন বা বিশেষ উৎসবে প্রিয় অভিনেতার বাড়ির সামনে ভিড় করেন ভক্তরা।

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি সম্পৃক্ত নানা ব্যবসায়। শাহরুখের সম্পদের পরিমাণ ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ। তবে চলতি বছর একাধিক নতুন ছবির সুখবর দিয়েছেন ভক্তদের। ২০২৩ সালে তিন ঘরানার তিন পরিচালকের তিনটি ছবিতে দেখা যাবে তাঁকে। ছবি তিনটি হলো—যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’, রাজকুমার হিরানীর ‘ডাংকি’ ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’।

এদিকে আজ (২৫ জুন) বলিউডে অভিনয়ের ৩০ বছর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাঠান’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেছেন শাহরুখ। আগামী বছর ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি