1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

আবারও ফিলিপাইনে আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প। দেশটির দক্ষিণাংশে দাভাও ডেল সুর প্রদেশে রিখটার স্কেলে ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। ফিলিপাইনের সিসমোলজি সংস্থা, ভয়াবহ ক্ষতির আশঙ্কা প্রকাশের সঙ্গে সঙ্গে আফটার শক-হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে।
প্রাথমিকভাবে জার্মানি রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানিয়েছিল, ‘৬ থেকে ১০ কিমি মাটির গভীরে এই কম্পন আঘাত হানে।’ তবে ফিলিপাইন ইনস্টিফাইল ছবি অ্যান্ড সিজমোলজির দাবি, এই কম্পন মাটির ১৫ কিমি গভীরে আঘাত হানে।

উল্লেখ্য, গেল মাসেও ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল ফিলিপাইনে। সমুদ্রপৃষ্ঠের ৯৫.৮ কিলোমিটার নীচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। দাভাও অক্সিডেন্টাল প্রভিন্সের দক্ষিণ-পূর্বে অবস্থিত ছিল এই উৎস। এলাকার নিকটবর্তী অঞ্চলে ওইদিন তীব্র কম্পন অনুভূত হয়। বেশ কিছু অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি