জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আজ (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
পরে ওবায়দুল কাদের সমাধি সৌধ কমপ্লেক্সের পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।এর আগে আওয়ামী লীগের এই নেতা হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। আজ তিনি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন।