1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

সাঙ্গাকারার রেকর্ড ছোঁয়া হলো না ফখরের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা চার ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে এই রেকর্ডটির মালিক হন সাবেক তারকা এই উইকেটকিপার ব্যাটার।

সাঙ্গাকারার এই অনন্য রেকর্ডে নিজের নামটাও বসাতে পারতেন পাকিস্তানের ফখর জামান। তবে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাঙ্গাকারার সেই রেকর্ড স্পর্শ করতে পারেননি দেশটির ওপেনিং এই ব্যাটার। ফলে টানা পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৬ বলে ১৯ রানে আউট হয়ে টানা তিন সেঞ্চুরিতেই থামতে হয় তাকে।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটার সাঙ্গাকারা টানা চারটি ম্যাচে সেঞ্চুরি করেন। তিনি যথাক্রমে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তবে ফখর পাকিস্তানের হয়ে আগের তিন ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নিলেও সাঙ্গার রেকর্ডে ভাগ বসাতে পারেননি।

বুধবার (৩ মে) করাচি জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে ৪৯ দশমিক ১ ওভার শেষে ২৬১ রানেই অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ২৬ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাবর আজমের দল।

এদিন খুব একটা ভালো শুরু এনে দিতে পারেননি আগের তিন ম্যাচে সেঞ্চুরি করা ফখর জামান। ২৬ বলে মাত্র ১৯ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। পেসার ম্যাট হেনরির অফ স্টাম্পের বাইরের বলে টপ এজ হয়ে তিনি ক্যাচ দেন উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে।

চলমান সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে রাওয়ালপিন্ডিতে যথাক্রমে ১১৭ ও অপরাজিত ১৮০ রানের ইনিংস খেলেন তিনি। তার নৈপুণ্যে দুই ম্যাচেই জেতে স্বাগতিকরা। এর আগে গত জানুয়ারিতে করাচিতে তার ব্যাট থেকে আসে ১০১ রান। ওই ম্যাচে অবশ্য হেরে যায় পাকিস্তান। ৩৩ বছর বয়সী ফখর টানা তিনটি সেঞ্চুরিই করেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

তবে পাকিস্তানের চতুর্থ ও সব মিলিয়ে বিশ্বের দ্বাদশ ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে পরপর কমপক্ষে তিনটি সেঞ্চুরি করেন ফখর। তার আগে এই কীর্তি গড়া পাকিস্তানের ক্রিকেটার হলেন জহির আব্বাস, সাঈদ আনোয়ার ও বাবর আজম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি