1. admin@jatioarthonitee.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

ফেলিক্সের গোলে শেষ হাসি বার্সার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের তীব্র লড়াই শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। গত গ্রীষ্মে আতলেতিকো থেকে ধারে নিয়ে আসা জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে তাদেরকেই হারিয়ে দিয়ে টেবিলে তিন নম্বরে উঠে এসেছে কাতালানরা। আতলেতিকোর বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল বার্সা।
২০০৬ সালের ফেব্রুয়ারির পর থেকে কাতালোনিয়া জয় করতে না পারার আক্ষেপ আরও দীর্ঘ হলো আতলেটিকোর। সবশেষ ১৮ ম্যাচে ৫ ড্রয়ের বিপরীতে তাদের হার ১৩টিতে।
এদিন দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সেলোনা। পেদ্রিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। হাত ছাড়া করেন সুযোগ। ১২তম মিনিটে লেভানদোভস্কিও সুযোগ পেয়ে গোল করতে পারেননি।
২৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে কুন্দের পাস খুঁজে পায় রাফিনিয়াকে। তিনি বল দেন ফেলিক্সকে। বক্সের বাইরে তাকে আটকানোর চেষ্টায় ব্যর্থ হন নাহুয়েল মোলিনা। ভেতরে ঢুকে ছয় গজ বক্সের কোণা থেকে চিপ শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২৪ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।
লা লিগায় বার্সেলোনার হয়ে ১২ ম্যাচে ফেলিক্সের দ্বিতীয় গোল এটি। প্রথমটি করেছিলেন গত সেপ্টেম্বরে রেয়াল বেতিসের বিপক্ষে দলের ৫-০ গোলে জয়ের ম্যাচে। গত মঙ্গলবার পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও জালের দেখা পান ফেলিক্স; কাটান ১২ ম্যাচের গোলখরা।
৩৩তম মিনিটে বক্সের ভেতর থেকে আতলেতিকোর ডিফেন্ডার মারিও এরমোসোর শট দূরের পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর সুযোগ এসে যায় গ্রিজমানের সামনে। বক্সে ফরাসি ফরোয়ার্ডের শট স্লাইডে বিপদমুক্ত করেন ফ্রেংকি ডি ইয়ং। বিরতির আগে দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ফেলিক্স। বাঁ দিক থেকে লেভানদোভস্কির পাসে ফেলিক্সের প্রচেষ্টা ঠেকিয়ে দেন আতলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত, কিন্তু রাফিনিয়ার শট লাগে পোস্টে। ৮০তম মিনিটে দুর্দান্ত সেভে বার্সেলোনার ত্রাতা ইনাকি পেনা। মেমফিস ডিপাইয়ের ফ্রি কিক যাচ্ছিল জালের দিকে, লাফিয়ে ওঠা গোলরক্ষকের হাত ছুঁয়ে বল ক্রসবারে লাগে।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে আরও একিট সুযোগ নষ্ট করেন লেভানদোভস্কির সামনে। যোগ করা সময়ে আরেকটি দারুণ সেভে বার্সেলোনার তিন পয়েন্ট নিশ্চিত করেন পেনা। দ্বিতীয়ার্ধে বদলি নামা আনহেল কোররেয়ার জোরালো শট হাত বাড়িয়ে ঠেকান তিনি।
১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল আতলেতিকো। বার্সেলোনার সমান ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট করে নিয়ে জিরোনা দুইয়ে। টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি