1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

‘টিসিবির লাইনে দাঁড়ানো লজ্জার কিছু নয়’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

কামরাঙ্গীরচরের বড়গ্রাম মেইন রোডে গতকাল টিসিবির ট্রাক এসে পৌঁছায় বেলা একটার দিকে। তখন সেখানে ৩৭ জন ছিলেন। এরপরও কে কার আগে লাইনে দাঁড়াবেন, এ নিয়ে হট্টগোল শুরু হয়। বেলা পৌনে দুইটার দিকে এ এলাকা দিয়ে যাচ্ছিলেন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা (রিকশভ্যানে করে ফল বিক্রি করেন) ইসমাইল। টিসিবির ট্রাক দেখে তিনিও লাইনে দাঁড়ান। তিনি লাইনে দাঁড়ানো অবস্থাতেই শুনতে পান, ট্রাকে থাকা ওজন মাপার একটি যন্ত্র (তিনটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র ছিল) নষ্ট হয়ে গেছে। এটি শুনে তিনি টিসিবির পরিবেশকের বিক্রয় প্রতিনিধিদের কাছে গিয়ে বলেন, তাঁর রিকশাভ্যানে একটি ওজন মাপার যন্ত্র রয়েছে। পরে নিজের ভ্যানে থাকা ওজন মাপার যন্ত্র দিয়ে বিক্রয়কর্মীদের সহায়তা করেন তিনি। বেলা আড়াইটার দিকে পণ্য হাতে পেয়ে মুখে হাসি ফোটে ইসমাইলের। বললেন, ভিড় কম থাকায় দ্রুত পণ্য পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে থাকা ওজন মাপার যন্ত্রটিও কাজে দিয়েছে। তা না হলে আরও দেরি হতো। অবশ্য যাওয়ার সময় ওজন মাপার যন্ত্রটি তিনি নিয়ে যান।

কামরাঙ্গীরচরে গতকাল টিসিবির ট্রাক থেকে ছয় পণ্যের ৭২০ টাকার প্যাকেজ কিনতে হয়েছে ক্রেতাদের। এর মধ্যে ছিল খেজুর (এক কেজি ৮০ টাকা), চিনি (২ কেজি ১১০ টাকা), মোটা দানার মসুর ডাল (২ কেজি ১৩০ টাকা), সয়াবিন তেল (দুই লিটার ২২০ টাকা), ছোলা (২ কেজি ১০০ টাকা) ও পেঁয়াজ (চার কেজি ৮০ টাকা)।

নারীদের লাইনে থাকা অনেকেই পণ্য কেনার পর পেঁয়াজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্যাকেজে কেনা চার কেজি পেঁয়াজের মধ্যে প্রায় এক কেজি নষ্ট থাকছে বলে জানান তাঁরা।

কামরাঙ্গীরচরে গতকাল টিসিবির পরিবেশক ছিল সিগমা প্যাসিফিক। পেঁয়াজ নিয়ে ক্রেতাদের অভিযোগের বিষয়ে পরিবেশকের বিক্রয় প্রতিনিধি গোলাম হাক্কানি প্রথম আলোকে বলেন, যে পেঁয়াজ তাঁরা টিসিবির গুদাম থেকে আনেন, সেই পেঁয়াজই বিক্রি করেন।

নারীদের লাইনে কিছুক্ষণ পরপরই হট্টগোল হচ্ছিল। এর কারণ কেউ কেউ লাইনে দাঁড়িয়ে বলতেন, তাঁর সঙ্গে আরও একজন বা দুজন আছেন। তাঁরা পরে আসবেন। এটি অনেকেই মানতে চাইতেন না। এরপর হট্টগোল শুরু হতো। লাইনে যাতে বিশৃঙ্খলা না হয়, সে চেষ্টা করছিলেন রুনা বেগম নামের এক নারী। স্বামী ও দুই সন্তান মিলে চারজনের সংসার রুনার। তাঁর স্বামী নির্মাণশ্রমিক।

রুনা বেলা দুইটার দিকে লাইনে দাঁড়ালেও পণ্য হাতে পান বিকেল পাঁচটার দিকে। এর কারণ নারীদের লাইনে ক্রেতার সংখ্যা পুরুষদের লাইনের তুলনায় প্রায় তিন গুণ বেশি ছিল। রুনা জানান, স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। তাঁদের প্রতি সপ্তাহে বেতন দেওয়া হয়। তিনি পান ১ হাজার ৫০০ টাকা। আক্ষেপ করে বললেন, গত ঈদুল আজহার পর আর তাঁদের ঘরে গরুর মাংস রান্না হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি