1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কসবায় পৌর অটোরিকশা ট্যাক্স বন্ধের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার আখাউড়ায় ২৮ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ ৩ জনকে গ্রেফতার  করেছে পুলিশ চাকা ঘোরাতে ঘোরাতে কোটিপতি: সিডিএর গাড়ি চালক মহিউদ্দিনের অবৈধ সাম্রাজ্য! কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু ঘুষ গ্রহণের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান-বাবরসহ আটজন শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধের আদেশ ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে পাঠানো হলো ছুটিতে   আবরার হত্যা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরপরই গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা না নেওয়ার এবং গণমাধ্যমকর্মীদের অভিযোগের পরপরই গ্রেপ্তার না করার আহবান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে মন্ত্রী এ আহবান জানান। প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কথাও জানান তিনি।

এসময় তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারো বিরুদ্ধে মামলা করতে হলে তা তদন্তের জন্য নির্ধারিত সেলে পাঠাতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সাথে সাথে তাকে গ্রেপ্তার করা যাবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপের কথাও জানান তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের সাথে আলোচনার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘তাদেরকে জানানো হয়েছে আমরা আলোচনার জন্য প্রস্তুত। তারা যেন শিগগির আমাদের তারিখ দেয়, সেই তারিখ অনুযায়ী আমরা আলোচনায় বসতে রাজি আছি।’

এই উদ্দেশ্যে আইন বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠনের কথাও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘এই আইন যখন বাস্তবায়ন করা হয় সেখানে কিছু অপব্যবহার হয়েছে। এগুলো যাতে না হয়, সারা পৃথিবীর যে যথার্থ চর্চা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের সঙ্গে আলাপ-আলোচনা করে সেগুলো নির্ণয় করা হবে। এরপর আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি